বোয়ালমার উপজেলার কুমার নদের পাশে অবস্থিত অলৌকিক কীর্তিভরা এই কলী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় এক হাজার পূর্বে । মন্দির প্রতিষ্ঠার ইতিহাসে পাওয়া যায়, কয়রা নামের এই কালী মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এই গ্রামে এই অঞল ছিলো শশ্মান এলাকা। এখানে রামা ও শ্যামা নামের দুই ভাই দরিদ্রদের কল্যাণার্থে ডাকাতি করতেন। স্বপ্নাদিষ্ট হয়ে রামা ডাকাত ও শ্যামা ডাকাত নামের দুই সহদর এই মন্দিরটি স্থাপন করেন। জাগ্রত এই কালী মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কীর্তি, কাহিনী। কালী দেবীর আবির্ভাব, ভক্তদের মনোবাসনা পূর্ণতার অসংখ্য লীলা লোক মুখে প্রচলিত আছে। এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটি পূন্য তীর্থ ভূমি। প্রতি বছর মাঘী পূর্ণিমা তীথিতে গঙ্গা স্নান এবং মেলা বসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস