Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

বোয়ালমারী উপজেলা ফরিদপুর জেলা তথা বাংলাদেশের  একটি অন্যতম উপজেলা। এখানে অনেক জ্ঞানী গুনী লোক বাস করেন। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। ‘Knowledge is power’ নয় ‘Information is power’ - এই  নিয়ে বির্তকের কোন অবকাশ নেই। কারন তথ্যই জ্ঞানের উৎস। আর এই তথ্য জানার অধিকার গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের আইনগত অধিকার। তথ্য প্রযুক্তির এই যুগে তথ্যকে গণমানুষের দোড়গোড়ায় নিয়ে যাবার জন্য কম্পিউটার রচনা করেছে এক সেতু বন্ধন। বাংলাদেশের নিভৃত পল্লীতে বসে কম্পিউটারের বোতাম টিপে আজ আমরা প্রবেশ করতে পারছি তথ্যের মহাসমুদ্রে যা সত্যিই বিস্ময়কর। সোনালী আঁশ সমৃদ্ধ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাকে ওয়েব পোর্টালে অর্ন্তভুক্তি তথ্যের মহাযুগে পর্দাপনে একটি ক্ষুদ্র প্রয়াস যা ঐতিহ্যবাহী বোয়ালমারী উপজেলাকে তুলে ধরবে সীমানা পেরিয়ে বিশ্বের দরবারে। শুধু তাই নয় অত্র উপজেলার তৃণমূল জনসাধারণের নিকট তথ্যের আদান প্রদানের মাধ্যমে প্রশাসনের সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস।  তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে উপজেলা ওয়েব পোর্টাল অগ্রনী ভূমিকা পালন করবে। সমন্বিত উদ্দোগের মাধ্যমে  একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী এবং তথ্য প্রযুক্তি নির্ভর আলোকিত বোয়ালমারী গড়াই আমাদের সকলের লক্ষ্য। ওয়েবসাইটটি সমৃদ্ধ করার জন্য সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা ও পরামর্শ আশা করছি।

 

     আমি এই কর্মকান্ডের উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।

 

      শুভেচ্ছান্তে,

 

      মোঃ মেহেদী হাসান

উপজেলা নির্বাহী অফিসার 

  বোয়ালমারী, ফরিদপুর।

মোবাইলঃ ০১৭০১৬৭০০২৬