রাজা সীতারাম
বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামে রাজা সীতারাম ১৬ শতকে জন্মগ্রহণ করেন। সীতারামের পিতা উদয় নারায়ন এ রাজ্যের তহশীলদার হওয়ার সুবাদে অল্প দিনেই পরিচিত হয়ে পড়ে। ১৬৮৭/১৬৮৮ইং সালে সীতারাম সম্রাট আওরঙ্গজেব কর্তৃক রাজা উপাধীতে ভূষিত হন। ১৬৯৯ সালে তিনি স্বাধীন রাজা হিসাবে রাজ্য শাসন করতে থাকেন। রাজা সীতারাম মাগুরা জেলার মহম্মদপুরে রাজধানী প্রতিষ্ঠা করেন।
নবাব আব্দুল লতিফঃ
১৮২৮ সালে মুসলিম নব জাগরণের অগ্রদূত নবাব আব্দুল লতিব বোয়ালমারী উপজেলার রাজাপুরে জন্মগ্রহণ করেন। ১৮৮৪ সালে তার কর্মের স্বীকৃতি হিসাবে নবাব উপাধিতে ভূষিত হন। শিক্ষানুরাগী দানবীর মুসলীম রেঁনেসার অন্যতম ব্যক্তিত্ব নবাব আব্দুল লতিফ। ১৮৯৩ সালে ১০ জুলাই কলকাতায় ইন্তেকাল করেন। তার জন্ম স্থান রাজাপুরের বাড়িটি নবাব বাড়ি হিসেবে পরিচিত। জনপ্রিয় ফুটবলার কাজী সালাউদ্দিন তাঁর বংশধর বলে জনশ্রুতি আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস