Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বোয়ালমারী উপজেলা পরিষদের আগস্ট/২০২১ মাসের সাধারণ সভার কার্যবিবরণীঃ

সভাপতি

:

জনাব এম, এম, মোশাররফ হোসেন

চেয়ারম্যান, উপজেলা পরিষদ

বোয়ালমারী, ফরিদপুর

সভার স্থান

:

উপজেলা পরিষদ মিলনায়তন

সভার তারিখ

:

২৪/০৮/২০২১ খ্রি.

 

সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট “ক” এবং অনুপস্থিতির তালিকা পরশিষ্ট “খ”তে সংযোজিত।

02 সভার শুরুতে উপস্থিত সকল সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করা হয়। অতঃপর সভাপতির অনুমতিক্রমে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়। কোন সংশোধনী না থাকায় সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ করা হয়। এরপর এজেণ্ডা ভিত্তিক নিম্নরূপ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আলোচনা ও সিদ্ধান্তঃ-

 

ক্রঃনং

বিভাগ/দপ্তর

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়নকারী কর্তৃপক্ষ

৩.১

চেয়ারম্যান উপজেলা পরিষদ

চেয়াম্যান, উপজেলা পরিষদ বোয়ালমারী, ফরিদপুর নতুন যোগদানকৃত অফিসারদের স্বাগত জানান। তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

সকলকে একযোগে কাজ করতে হবে।

১।চেয়ারম্যান,উপজেলা পরিষদ, বোয়ালমারী

২।উপজেলা নির্বাহী অফিসার

বোয়ালমারী

৩.২

উপজেলা নির্বাহী অফিসার

উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালমারী, ফরিদপুর সভায় বলেন, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী। সরকারি কর্মচারী হিসেবে করোনাকালীন সময়ে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।  

১। উপজেলা নির্বাহী অফিসার

বোয়ালমারী

২। সংশ্লিষ্ট সকল

৩.৩

উপজেলা

 

উপস্থাপিত প্রকল্পসমূহ বাস্তবায়নের নিমিত্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হলো

১। চেয়ারম্যান, উপজেলা পরিষদ

২। উপজেলা নির্বাহী অফিসার

৩।উপজেলা প্রকৌশলী

৩.৪

উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন,  ইতোমধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় উক্ত পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, ৯৬% পাঠ্যপুস্তক চলে এসেছে। 

আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে।

১। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বোয়ালমারী

3.৫

উপজেলা পল্লী উন্নয়ন বিভাগ

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বোয়ালমারী সভায় বলেন, ২০২১-২২ অর্থ বৎসরে তার নিয়ন্ত্রাণাধীনে ২০৯টি সমিতির সদস্য সংখ্যা মোট ৩৮৪৭ জন। এদের মধ্যে ঋণ বিতরণের হার ৪০%, ঋণ আদায়ের হার ৪২% এবং সঞ্চয়ের হার ৩৫%। তিনি আরো বলেন, অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর অধীনে চতুল ইউনিয়নে ০৪টি ও ময়না ইউনিয়নে ০৪টি স্কীম লক্ষ্যমাত্রা থাকলেও চতুল ইউনিয়নে মাত্র ০২টি স্কীম লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। 

২০২১-২০২২ অর্থ বৎসরে ঋণ বিতরণ, ঋণ আদায় ও সঞ্চয়ের হার বৃদ্ধি করতে হবে।

অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী ১০০% অর্জন করতে হবে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

বোয়ালমারী, ফরিদপুর।

৩.৬

চেয়ারম্যান, পরমেশ্বরদী

 চেয়ারম্যান, পরমেশ্বরদী ইউ.পি সভায় পশ্চিম পরমেশ্বরদী গোরস্থান সংলগ্ন পাকা রাস্তার উপর বক্স কালভার্ট নির্মাণ করার প্রস্তাব করেন।

সর্বসম্মতিক্রমে অনুমোদিত

১। চেয়ারম্যান,উপজেলা পরিষদ

২।উপজেলা নির্বাহী অফিসার

৩। উপজেলা প্রকৌশলী

৩.৭

ইউজিডিপি বিভাগ

জনাব সোহেলী আক্তার, উপজেলা উন্নয়ন সহযোগী সভায় বলেন, বোয়ালমারী উপজেলায় অবকাঠামো উপ-প্রকল্পের জন্য ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা ২০২১-২২ অর্থ বৎসরে বরাদ্দ রয়েছে। উপজেলার চাহিদা অনুযায়ী পিএসসি মিটিং এ ২টি উপ-প্রকল্প বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উক্ত উপ-প্রকল্প ২টি হচ্ছেঃ ১) ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াসব্লক নির্মাণ ও ২) ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ। উক্ত উপ-প্রকল্প ২টি অনুমোদনের জন্য তিনি সভায় উপস্থাপন করেন।  

সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো।

১। উপজেলা প্রকৌশলী

২। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

৩.৮

বিবিধ

 ক) চেয়ারম্যান, উপজেলা পরিষদ সভায় জানান যে, বিগত মাসে    নিম্নবর্ণিত অর্থ রাজস্ব তহবিল হতে ব্যয় করা হয়েছে।

১। চেয়ারম্যান, ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের জুলাই/২১ মাসের সম্মানী   ভাতা বাবদ প্রদান = ৯৪,০০০/- টাকা

২। উপজেলা পরিষদে দৈনিক ভিত্তিতে কর্মরত দুই জন (মালী ও সুইপার) এর নভেম্বর/১৮ মাসের মজুরী বাবদ প্রদান= ২৪,০০০/- টাকা

৩। নভেম্বর/১৮ মাসের আনুষাংগিক খরচ বাবদ প্রদান=৪,০০০/- টাকা

৪। নভেম্বর/১৮ মাসের আপ্যায়ন খরচ বাবদ প্রদান=২০,০০০/- টাকা

৫। ০৫ জন ব্যক্তিকে কুকুরে কামড়ানোর চিকিৎসা বাবদ সাহায্য প্রদান  ১০,০০০/- টাকা

৬। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ০৮ জন ব্যক্তিকে আর্থিক সাহায্য প্রদান ২৪,০০০/- টাকা

৭। গরীব মেধাবী ০১ জন ছাত্র-ছাত্রীর লেখাপড়া বাবদ ৩,০০০/- টাকা

৮। ০২ জন ব্যক্তির চিকিৎসা বাবদ আর্থিক সাহায্য ৫,০০০/- টাকা

৯। উপজেলা পরিষদের মেইন মিটার ও হলরুমের জুলাই/২১ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ ১৬,১৫৩/-টাকা

১০। চেয়ারম্যান, উপজেলা পরিষদ এর জীপগাড়ি মেরামত বাবদ ৬,৩৩০/- টাকা

১১। জনাব মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ এর এপ্রিল/২০ হতে অক্টোবর/২০২১ পর্যন্ত ভ্রমন ব্যয় বিল প্রদান ৪৯,০০০/- টাকা

১২।জনাব মোসাঃ রেখা পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ এর এপ্রিল/২০ হতে অক্টোবর/২০২১ পর্যন্ত ভ্রমন ব্যয় বিল প্রদান ৪৯,০০০/- টাকা

১৩। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর অফিস মেরামত, উপজেলা অডিটরিয়াম রং করণ ও উপজেলা নির্বাহী অফিসারের বাসা মেরামত বাবদ ব্যয় ২৪,০৬৬/- টাকা

১৪। সাতৈর ইউনিয়নের কানখরদী হতে দরিরামপুর রাস্তার ইউড্রেন নির্মাণ কাজের ব্যয় বাবদ ২,০০,০০০/- টাকা

১৫। ঠাকুরপুর বাজারের নিকট ব্রীজের সংস্কার কাজের ব্যয় বাবদ ২,০০,০০০/- টাকা

সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো।

১. চেয়ারম্যান

উপজেলা পরিষদ

২. উপজেলা নির্বাহী অফিসার

           

 

অতঃপর সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।