প্রাচীন জনপদ ভূষণা থানা ১৮১২ সালে সৈয়দপুরে স্থানান্তরিত হয় এবং ১৮১৪ সালে বোয়ালমারী পূর্নাঙ্গ থানা হিসাবে আত্মপ্রকাশ করে। সেই সময় ১৯ টি ইউনিয়ন নিয়ে বোয়ালমারী থানা গঠিত হলেও পরবর্তীতে বানা ও পাচুড়িয়া ইউনিয়ন আলফাডাঙ্গা থানায় অন্তর্ভূক্ত হয় এবং ১৯৮৩ সালে বোয়ালমারী থেকে ৬টি ইউনিয়ন এবং বালিয়াকান্দি থানা থেকে ৩ টি ইউনিয়নের সমন্বয়ে মধুখালী থানা গঠিত হয়। বর্তমানে বোয়ালমারী উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো ঘোষপুর, সাতৈর, চাঁদপুর , দাদপুর , বোয়ালমারী, চতুল, পরমেশ্বরদী, শেখর , রূপাপাত , ময়নাও গুনবহা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস