Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বোয়ালমারী উপজেলার পটভূমি

প্রাচীন জনপদ ভূষণা থানা ১৮১২ সালে সৈয়দপুরে স্থানান্তরিত হয় এবং ১৮১৪ সালে বোয়ালমারী পূর্নাঙ্গ থানা হিসাবে আত্মপ্রকাশ করে। সেই সময় ১৯ টি ইউনিয়ন নিয়ে বোয়ালমারী থানা গঠিত হলেও পরবর্তীতে বানা ও পাচুড়িয়া ইউনিয়ন আলফাডাঙ্গা থানায় অন্তর্ভূক্ত হয় এবং ১৯৮৩ সালে  বোয়ালমারী থেকে ৬টি ইউনিয়ন  এবং বালিয়াকান্দি থানা থেকে ৩ টি ইউনিয়নের সমন্বয়ে মধুখালী থানা গঠিত হয়। বর্তমানে বোয়ালমারী উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো ঘোষপুর, সাতৈর, চাঁদপুর , দাদপুর , বোয়ালমারী, চতুল, পরমেশ্বরদী, শেখর , রূপাপাত , ময়নাও  গুনবহা ।