নদ-নদীঃ
বোয়ালমারী উপজেলার বুকচিরে বয়ে চলেছে মধুমতী, বারাশিয়া ও চন্দনা নদী। এচাড়াও রয়েছে হাওড়, বাওড়, বিল। এ সকল নদী ও হাওড়ে সারা বছর প্রচুর পরিমাণে দেশীয় মাছ ধরা পরে যেমন রুই, কাৎলা, ষোল, বোয়াল, শিং, কই, টেংরা-পুটি, চিতল ইত্যাদি। নদী ও হাওড়ের আশেপাশের অনেক মানুষ এ নদী ও হাওড়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস