Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

বোয়ালমারী উপজেলার ঐতিহ্যের মধ্যে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান পালন ও সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করা।এছাড়া বিভিন্ন মাজারে মানত করা একটি অন্যতম প্রথা হিসাবে প্রচলিত আছে। ঐতিহাসিক সাতৈর শাহী জামে মসজিদ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারস্থ সাতৈর মৌজায় অবস্থিত। এই মসজিদ স্থাপন বা প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে। অনেকে মনে করেন এই মসজিদ টি এক রাতে আল্লাহুর রহমাতে তৈরী হয়েছে। তবে ২০০১ সালে অথবা এই সময়ের দিকে বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন যে এই মসজিদে যে সব পাথর দিয়ে তৈরী তা শের শাহ এর আমলের ও তার আগের যুগের পাথরের সাথে কিছুটা মিল পাওয়া যায়। তবে কেউ সাতৈর শাহী জামে মসজিদের স্থাপনা নিয়ে নির্দিষ্ট কিছু বলতে পারে না।