প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৩ সালের প্রতিবেদনঃ
মোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৬৭ টি
নতুন জাতীয়করণকৃত প্রাথকিম বিদ্যালয়ঃ ৩২ টি।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ ৫২৪৭ জন।
মোট পাশকারী ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ ৫১৪৭ জন।
মোট পাশের হার ৯৯.০৪%
মাধ্যমিক শিক্ষা অফিসের হালনাগদকৃত তথ্য ২০১৪
১। মামনীয় প্রধান মন্ত্রী ঘোষিত রুপকল্প ২০২১ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষদের তৈরী ডিজিটাল কনসেন্ট কর্যক্রম চালু।
২। অত্র উপজেলার সকল কলেজ ও মাদ্রাসা সমূহের Institute Managment System এর আওতাভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৪ সালের তথ্য অনলাইনে এন্ট্রি ও আপডেট করা ।
৩। ২০১৩ সালের ন্যায় ২০১৪ সালে ডাটা এন্ট্রি ও হালনাগদ এর জন্য Institute Managment System শুধুমাত্র পরিবর্তনশীল তথ্য অনলাইনে আপডেট করা হয়েছে।
৪। প্রতি মাসে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় করে সমাবেশ করা।
৫। উপজেলা আইসিটি ট্রেনিং রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে।
৬।মাননীয় প্রধান মন্ত্রীর শিক্ষা কল্যাণ ট্রাস্ট হতে স্নাতক পাশ শ্রেণীতে চলমান উপবৃত্তি প্রাদনে ২০১২-২০১৩ শিক্ষা বর্ষে ছাত্রদের জন্য ১০% উপবৃত্তি প্রদান করা হবে।
৭। ২০১৪ সালে মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ শ্রেণী হতে ৯ম শ্রেণীতে মোট ২৪৫৭২০ টি, মাদরাসা সমূহে ১ম শ্রেণী হতে ৯ম শ্রেণী পর্যন্ত মোট ৯৪৪৭৫ টি এবং এস, এস, সি ৯ম শ্রেণীতে ১২০৫০ টি বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
৮। ২০১৪ সালে মাধ্যমিক স্তরের ২য় কিস্তিতে ( জুলাই/১৩-ডিসেম্বর/১৩) ৩২০০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৭৬৯৬০০/- টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
২০১৪ সালে উচ্চ মাধ্যমিক স্তরে ২৮০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৯৪৯০০ টাকার উপবৃত্তি প্রদান করা হয়েছে।
৯। শিক্ষার্থী ঝরে পড়া, বাল্য বিবাহ, ইভটিজিং রোধ কল্পে কাযকরী ব্যবস্থ গ্রহণ করা হয়েছে।
১০। নতুন পাঠ্যক্রমের উপর শিক্ষকদের প্রশিক্ষন কার্যক্রম চলমান।
১১। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে মনিটরিং জোরদার করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস