Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বর্তমান জোট সরকারের সাড়ে চার বছরের উন্নয়ন কর্মকান্ডের চিত্র
বিস্তারিত

বর্তমান জোট সরকারের সাড়ে চার বছরের উন্নয়ন কর্মকান্ডের চিত্র

ভূমি মন্ত্রণালয়

 

বর্তমান সরকারের শাসনামল

০১.

১,৪২,০৭৩ টি ভূমিহীন পরিবারের মাঝে ৬৯,৫৯০,৯৯ একর কৃষি জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে।

০২.

চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৩ এর আওতায় বেড়ী বাধের বাইরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৭৭৪ টি পরিবারসহ সর্বমোট ১০৩০ টি সুবিধাভোগী পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সুপেয় পানির জন্য প্রকল্প এলাকায় ৩১টি পুকুর খনন করা হয়েছে। ১৪ হাজার একর খাস জমি ৯৫০০ (নয় হাজার পাঁচশত) টি ভূমিহীন পরিবারের মধ্যে বন্দোবস্ত প্রদানের লক্ষে এ পর্যন্ত ৬১৮৫টি ভূমিহীন পরিবারের মাঝে জমির খতিয়ান বিতরণ করা হয়েছে।

০৩.

সারা দেশে ১৯৮টি গুচ্ছগ্রাম নির্মাণ করে মোট ৮৯৫৭টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। গুচ্ছগ্রামে বসবাসকারীদের প্রশিক্ষণ ও আয় বর্ধক কর্মকান্ড পরিচালনার জন্য ৭৫০বর্গফুট আয়তনের ১৮৫টি মাল্টিপারপাস হল নির্মাণ করা হয়েছে।

০৪.

রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের আওতায় সরকারি জমিতে ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য নির্মিত বহুতল বিশিষ্ট ভবনে ২০১৬টি ফ্লাট নির্মিত হয়েছে। ৫৯৬টি বস্তিবাসী পরিবারসহ উক্ত প্রকল্পে বর্তমানে ১৯৪৪ টি সুবিধাভোগী পরিবার বসবাস করছেন।

০৫.

ঢাকা মহানগরীতে মাধ্যমিক স্কুল ও কলেজে ভর্তি সংকট দূর করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত উদ্যোগে ১৭টি সরকারি মাধ্যমিক স্কুলও কলেজ নির্মাণের জন্য খান জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে।

০৬.

অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নকল্পে অর্পিত সম্পত্তি অবমুক্ত বিধিমালা ২০১২ প্রণয়ন করা হয়েছে এবং “অর্পিত সম্পত্তি প্রত্যর্পন ট্রাইব্যুনাল” ও জেলা কমিটি কার্যক্রম শুরু করেছে।

০৭.

৮,২৮০ একর ভূমি অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। সম্প্রতি গাজীপুর ভাওয়াল রাজ এস্টেটের ২৩একর জমি উদ্ধার করা হয়েছে।

০৮.

সরকারি জলমহাল নীতি ২০০৯ এর আওতায় জলমহালসমূহ প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে ইজারা প্রদান করে এ পর্যন্ত ১৭০ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৫৪০ টাকা রাজস্ব আয় হয়েছে।

০৯.

বালুমহাল ও মাটি ব্রবস্থাপনা আইন ২০১০ এবং বালুমহাল বিধিমালার আওতায় বালুমহালসমূহের ইজারা প্রদান অব্যাহত রয়েছে।

১০.

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি গ্রহণ) আইন২০১১ প্রণয়ন করা হয়েছে।

১১.

ঢাকা মহানগর জরিপের ১৯১ টি মৌজার ৪,৪১,৫০৬টি খতিয়ান ও ৪,০৮৯টি মৌজার ম্যাপসীটের ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করা হয়েছে। এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

১২.

বাংলাদেশ-মেঘালয়/আসাম/ত্রিপুরা/পশ্চিমবঙ্গ(ভারত) সেম্টরের ১৫৩৭টি সীমান্ত পিলার নির্মাণ ও ৬০৬টি পিলার মেরামত করা হয়েছে।

১৩.

বাংলাদেশ ও ভারতের (পশ্চিমবঙ্গ/আসাম/ত্রিপুরা/মেঘালয় ও মিজোরাম) ৪১৫৬ কিঃমিঃ আন্তর্জাতিক সীমান্তের উভয় দেশকর্তৃক প্রস্তুতকৃত ১১১৩টি স্ট্রীপ ম্যাপ উভয় দেশের মনোনীত প্লেনিপোটেনশিয়ারী দ্বারা স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

১৪.

ঢাকা মহানগরতে জনগণের  হয়রানী লাঘব ও সুষ্ঠ বাব্যস্থাপনার লক্ষ্যে রাজস্ব সার্কেল (এসি ল্যান্ড অফিস) ১১ টিতে উন্নীত করা হয়েছে।

  
   
   
ডাউনলোড