মহা সমারোহে বোয়ালমারি উপজেলায় বিজয় দিবস ২০১৭ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক আয়োজন গ্রহণ করে। সূর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনী করা হয়। সকাল ৭.৩০ মিনিটে গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা চেয়ারম্যান জনাব এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলি। ৮.৩০ মিনিটে বোয়ালমারি স্টেডিয়ামে পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনীর ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্রছাত্রী দের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লের আয়োজন করা হয়। ১২.৩০ মিনিটে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৩.৩০ মিনিটে মুক্তিযোদ্ধা বনাম অফিসার দের খেলা অনুষ্ঠিত হয়। সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস