১. সকল প্রকার শুমারী (আদমশুমারী ও গৃহগণনা, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারী ইত্যাদি)পরিচালনা করা।
২. কৃষি দাগগুচ্ছ জরিপের মাধ্যমে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা।
৩. প্রধান প্রধান ফসল ধান, পাট, গম, আলু ইত্যাদির মোট আয়তন এবং কর্তন পূবর্ক মোট উৎপাদন নিরূপণ করা।
৪. অস্থায়ী ফসলের আনুমানিক উৎপাদন জরিপ।
৫. স্থায়ী/বর্ষজীবি ফসল উৎপাদন জরিপ।
৬. ভুট্টা ফসল উৎপাদন জরিপ।
৭. প্রধান ফসলের মূল্য ও উৎপাদন খরচ জরিপ।
৮. মাসিক কৃষি মজুরী হার জরিপ।
৯. ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যান জরিপ।
১০. প্রধান ফসল (আউশ, আমন, বোরো, গম, পাট, আলু ও ভুট্টা) আয়তনের অগ্রিম পূবর্ভাস জরিপ।
১১. অস্থায়ী ফসলের ক্ষয়ক্ষতি নিরুপণ।
১২. মাছ উৎপাদন জরিপ, গবাদি পশু ও হাসঁ-মুরগী প্রাক্কলন জরিপ ও বন জরিপ।
১৩. এছাড়াও বিভিন্ন প্রকার জরিপ কাজ পরিচালনা।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। মোবাইল নং ০১৭১৮৭০৬৬০১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস