ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী উপজেলাধীন ময়না ইউনিয়নের খরসূতী গ্রামে অবস্থিত বঙ্গবন্ধু কলেজ, ফরিদপুর –বোয়ালমারী সড়কের সাতৈর বাজার থেকে ৫ কি.মি. পশ্চিমে কলেজটির অবস্থান। কলেজের পূর্বপাশে খরসূতী বাজার। উত্তরে খরসূতী চন্দ্র কিশোর বহুমূখী উচ্চ বিদ্যালয়, দক্ষিণে গ্রান্ড ট্রাঙ্ক রোড ( সাতৈর-এলাংখালী ফেরীঘাট) এবং এক কিরোমিটার পশ্চিমে মধুমতি নদী। বিজ্ঞান, মানবিক, ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১৬টি বিষয় নিয়ে ১৯৯৮ ইং সালে কলেজটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে কলেজটিতে একটি দ্বিতল ভবন, একটি আধা পাকা ও একটি কাঁচা টিনসেট ঘর রয়েছে।
মরহুম আঃ রউফ মিয়া (বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর-১) খরসূতী চন্দ্র কিশোর বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ১৯৬৫ সালে নিজ এলাকায় বঙ্গবন্ধুর নামে একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। সেই উদ্দেশ্যে ১৯৭২ সালে কলেজ প্রতিষ্ঠার কাজে হাত দিলেও সে স্বপ্ন অংকুরেই বিনষ্ট হয়ে যায়। এর পর ১৯৯১ সালে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হলে দ্বিতীয়বার কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন কিন্তু সে সময়েও ব্যার্থ হন। অবশেষে ১৯৯৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আঃ রউফ মিয়া প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু কলেজটি। এরপর দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করে একযুগ পর ২০১০ সালের মে মাসে বঙ্গবন্ধ করেজটি এমপিওভুক্ত হয়।
সভাপতিঃ আব্দুল্লা আল মামুন,
গ্রামঃ খরসূতি, ডাকঘরঃ খরসূতি
উপজেলাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস