কলেজটি ফরিদপুর জেলা এবং বোয়ালমারী পৌরসভাধীন কামারগ্রাম মৌজায় কালুখালি ভাটিয়াপাড়া রেল রাস্তার সন্নিকটে উপজেলা পরিষদের উত্তরপার্শ্বে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। কলেজটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ও ১৯৮৮ সালে জাতীয়করণ হয়। কলেজে উচ্চ মাধ্যমিক (মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) শাখায় ও স্নাতক (বিএ,বিএসএস ও বিবিএস) পর্যায়ে পাঠদান করা হয়। কলেজ শুরুর পর থেকে এ পর্যন্ত কলেজের শিক্ষার গুনগত মান সন্তোষজনক। কলেজের রয়েছে ০৩ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ০৩তলা বিশিষ্ট একাডেমিক ভবন ০১ টি হলরুম ০১ টি বিজ্ঞানভবন ও লাইব্রেরী ভবন। দক্ষিনপার্শ্বে রয়েছে ০১ টি খেলার মাঠ ও উল্টরপার্শ্বে রয়েছে ১৫ কক্ষবিশিষ্ট ০১ টি ছাত্রাবাস এবং ০১ টি পুকুর। কলেজের অভ্যন্তরে রয়েছে ০১ টি মসজিদ। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা। ধর্মীয় বিকাশের জন্যে রয়েছে বার্ষিক মিলাদ ও সরস্বতী পূজার ব্যবস্থা।
অত্র এলাকায় উচ্চশিক্ষা লাভের কোন সুযোগ না থাকার কারণে বোয়ালমারী জর্জ একাডেমীর তৎকালিন প্রধান শিক্ষক জনাব মোঃ দেলোয়ার হোসেন বোয়ালমারীতে একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন । এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গেস সংগে আলাপ আলোচনার মাধ্যমে এবং সকলের সম্মিলিত সহযোগিতা নিয়ে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এলাকার বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের ভূমি ও অর্থদানের মাধ্যমে কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ১৯৬৬-১৯৬৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর মানবিক ও বানিজ্য শাখায় প্রথম ছাত্র-ছাত্রী ভতি ও ক্লাস শুরু হয। সর্বোপ্রথম বোয়ালমারী জর্জ একাডেমীতে অস্থায়ীভাবে ক্লাস শুরু হয়। ১৯৬৯-১৯৭০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখা সংযোজন করা হয়। ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অধিভূক্তিপ্রাপ্ত হয়। কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন জনাব মোঃ দেলোয়ার হোসেন। কলেজটি ১৯৬৭ সালে বর্তমান বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং ১৯৭২ সালে নিজস্ব স্থানে কলেজ স্থানান্তরীত হয়। ঐ সময়ে কলেজে ০১ টিমাত্র পাকা ভবন এবং ০১ টিমাত্র টিনসেড ঘর নিয়ে ক্লাস শুরু হয়। পরবর্তীতে ধীরে ধীরে কলেজে ০১ বিজ্ঞান ভবন ও ০১ টি হলরুম প্রতিষ্ঠিত হয়। ঠিক এমন সময় ১৯৮৭ সালের ২২/১২/৮৭ খ্রিঃ তারিখে অত্র এলাকার তৎকালিন মাননীয় সাংসদ জনাব শাহ্ মোঃ আবু জাফর এর প্রচেষ্ঠায় বাংলাদেশ সরকারের তৎকালিন রাষ্ট্রপতি জনাব হুসাইন মুহম্মদ এরশাদ কলেজটিকে জাতীয়করণ করেণ যাহা ০২/০২/১৯৮৮ খ্রিঃ তারিখ হতে কার্যকরী হয়। সরকারি করণের পর কলেজের প্রথম অধ্যক্ষ হলেন প্রফের ওয়াকেফ হোসেন চৌধুরী । জাতীয়করণের পর থেকে কলেজের পাঠদানগত ও অবকাঠামো উন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দূরের ছাত্রদেও জন্য রয়েছে ০১ টি ছাত্রাবাস।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস