ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী উপজেলাধীন ময়না ইউনিয়নের খরসূতী গ্রামে অবস্থিত বঙ্গবন্ধু কলেজ, ফরিদপুর –বোয়ালমারী সড়কের সাতৈর বাজার থেকে ৫ কি.মি. পশ্চিমে কলেজটির অবস্থান। কলেজের পূর্বপাশে খরসূতী বাজার। উত্তরে খরসূতী চন্দ্র কিশোর বহুমূখী উচ্চ বিদ্যালয়, দক্ষিণে গ্রান্ড ট্রাঙ্ক রোড ( সাতৈর-এলাংখালী ফেরীঘাট) এবং এক কিরোমিটার পশ্চিমে মধুমতি নদী। বিজ্ঝান, মানবিক, ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১৬টি বিষয় নিয়ে ১৯৯৮ ইং সালে কলেজটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে কলেজটিতে একটি দ্বিতল ভবন, একটি আধা পাকা ও একটি কাঁচা টিনসেট ঘর রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস