Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Historical Sator Shahi Jame Mosque
Details

           ঐতিহাসিক সাতৈর শাহী জামে মসজিদ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারস্থ সাতৈর মৌজায় অবস্থিত। এই মসজিদ স্থাপন বা প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে। অনেকে মনে করেন এই মসজিদ টি এক রাতে আল্লাহুর রহমাতে তৈরী হয়েছে। তবে ২০০১ সালে অথবা এই সময়ের দিকে বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন যে এই মসজিদে যে সব পাথর দিয়ে তৈরী তা শের শাহ এর আমলের ও তার আগের যুগের পাথরের সাথে কিছুটা মিল পাওয়া যায়। তবে কেউ সাতৈর শাহী জামে মসজিদের স্থাপনা নিয়ে নির্দিষ্ট কিছু বলতে পারে না।

 

            দ্বিতীয় ছবিটি কয়ড়া কালবিাড়ি মন্দির। এখানে হিন্দু সম্প্রদায় পূজা-অর্চনা করেন। এটি একটি পুরাতন মন্দির।