Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

১৭৭১ সালে মির্জানগর, ধর্মপুর, নয়াবাদ ও ভূষণা এই চারটি থানা নিয়ে যশোর জেলার সৃষ্টি হয়। ভূষণা যশোরের অন্যতম বৃহত্তম থানা। ১৮১২ সালের প্রথম ভাগে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে স্থানান্তরিত করা হয়। এখানে ভূষণা থানার সকল কার্যক্রম চলতে থাকে। কালক্রমে সরকারের অধ্যাদেশ বলে ইহা বোয়ালমারী উপজেলায় পরিণত হয়।